• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সড়কে যানজট-দুর্ভোগ, সেতুমন্ত্রীর দুঃখ প্রকাশ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ আগস্ট ২০১৯, ১৪:০০

ঈদে ঘরে ফেরা মানুষের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকালে রাজধানীর যাত্রাবাড়ী জনপথ মোড়ে ঈদযাত্রায় ভিজিলেন্স টিমের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী আরও বলেন, গত দুইদিন বৃষ্টির কারণে উত্তর-পশ্চিমাঞ্চলের সড়কগুলোতে ধীরগতি থাকলেও এখন তা স্বাভাবিক হয়েছে।

তবে রাজধানী থেকে উত্তরবঙ্গে যাওয়ার ক্ষেত্রে যাত্রীদের দুর্ভোগের কথা স্বীকার করে কাদের বলেন, টাঙ্গাইল থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত কখনো কখনো ধীরগতি আবার কখনো যানজটের সৃষ্টি হচ্ছে।

টার্মিনালগুলোতে সময়মতো বাস এসে পৌঁছাতে না পারায় যাত্রীদের দুর্ভোগ হচ্ছে। তবে এ সমস্যা দ্রুত কেটে যাবে বলে জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

আরও পড়ুন

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
জয়ের নেতৃত্বে আইসিটি বিপ্লব হচ্ছে বাংলাদেশে : কাদের
এই মুহূর্তে সংলাপের কোনো প্রয়োজনীয়তা নেই : কাদের
রমজানে কর্মসূচি দিয়ে ধর্মীয় মূল্যবোধের বিপক্ষে দাঁড়িয়েছে বিএনপি : কাদের
X
Fresh