logo
  • ঢাকা শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯, ৮ ভাদ্র ১৪২৬

বঙ্গমাতা সব সামলেছেন পর্দার অন্তরালে থেকে: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৮ আগস্ট ২০১৯, ১৪:৪১ | আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ১৪:৪৮
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
বঙ্গবন্ধুর দীর্ঘ ১২ বছরের জেল জীবনে বেগম ফজিলাতুন্নেছা মুজিব একদিকে ঘর, অন্যদিকে দল সামলেছেন। তবে সব সামলেছেন পর্দার অন্তরালে।

bestelectronics
বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে এসব কথা বলেন তিনি। 

ওবায়দুল কাদের বলেন, আজ আমরা বাংলার ইতিহাসের বীর এক নারীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে এসেছি।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসের অসীম সাহসী এক নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের আজ  জন্মদিন। আগস্টে তার জন্ম আগস্টেই তার রক্তাক্ত বিদায়। আনন্দ-বেদনা হাসি-কান্নার মিশেলে আজ  আমরা তার সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে এসেছি।

তিনি আরও বলেন, তিনি শুধু বঙ্গবন্ধুর সহধর্মিণী না, ছিলেন সহকর্মী ও বন্ধু। 

এসজে

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়