• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কাশ্মীরি জনতার প্রতি সংহতি জানিয়ে ঢাকায় বামপন্থীদের বিক্ষোভ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ আগস্ট ২০১৯, ১৯:২০

কাশ্মীরি জনতার প্রতি সংহতি জ্ঞাপন করে সেখানকার স্বায়ত্বশাসনের পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশের বামপন্থী ছাত্র সংগঠনগুলো।

বুধবার বিকেলে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেন তারা। এ সময় কাশ্মীরে ভারতীয় আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানানো হয়।

বিকেল পাঁচটার দিকে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ শুরু হয়। এ সময় বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি ইকবাল কবির, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায়, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন প্রিন্সসহ আরও অনেকে।

সমাবেশ সঞ্চালনা করেন ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মনীষী রায়।

বক্তারা বলেন, কাশ্মীরি জনতার রক্তাকবচ ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করেছে সরকার। এর মধ্য দিয়ে ভারতীয় সাম্প্রদায়িক আগ্রাসন নতুন মাত্রা পেলো। উস্কে দেয়া হলো সাম্প্রদায়িক দাঙ্গা। যা কাশ্মীর পরিস্থিতিকে আরও জটিল করে তুললো। সমাবেশ থেকে অবিলম্বে সেখানকার স্বায়ত্বশাসন ফিরিয়ে দেয়ার দাবি জানান বক্তারা।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অধিকৃত কাশ্মীরে জাতিগত বৈষম্যের অভিযোগ মানবাধিকার কাউন্সিলে
কাশ্মীরে স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ
কাশ্মীরে জাফরান বাঁচাতে বৈজ্ঞানিক উদ্যোগ
৫ বছর পর এই প্রথম কাশ্মীরে শোভাযাত্রা-সমাবেশ মোদির
X
Fresh