• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সুষমা স্বরাজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ আগস্ট ২০১৯, ০৯:০৭
সুষমা স্বরাজ

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে সুষমা স্বরাজের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি এক বার্তায় গভীর সমবেদনা জানিয়েছেন।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে ১২টার দিকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এআইআইএমএস) সুষমা স্বরাজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৬৭ বছর।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ২০১৬ সালে তার কিডনি প্রতিস্থাপন করা হয়। মৃত্যুর ঘণ্টাখানেক আগে হৃদরোগে আক্রান্ত হলে সুষমা স্বরাজকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, বাংলাদেশ-ভারতের সুসম্পর্ক তৈরিতে সুষমা স্বরাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের ভালো বন্ধু ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ একজন ভালো বন্ধুকে হারালো।

নরেন্দ্র মোদি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ২০১৪ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন সুষমা স্বরাজ। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকাকালে বাংলাদেশের সঙ্গে ভারতের বহু প্রতীক্ষিত স্থলসীমান্ত চুক্তি কার্যকর হয়। যার ফলে ছিটমহলে থাকা মানুষের বন্দীজীবনের অবসান ঘটে।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : খালেদার সঙ্গে দেখা করলেন কোকোর স্ত্রী
---------------------------------------------------------------------

জাতীয় রাজনীতির সঙ্গে যুক্ত থেকে অটলবিহারী বাজপেয়ীর তথ্য ও সম্প্রচারমন্ত্রী হয়েছিলেন সুষমা। সামলেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বও। মোদির প্রথম জামানায় তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বাজপেয়ী পরবর্তী যুগে বিজেপির অন্যতম মুখপাত্র হিসেবে নিজেকে তুলে ধরেন তিনি।

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাভারে যুবকের মৃত্যু
২৯ মার্চ : ইতিহাসে আজকের এই দিনে
খোঁজাখুঁজির সময় ভাই-বোনকে পুকুরে ভাসতে দেখেন পরিবার
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
X
Fresh