• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

কাশ্মীরের স্বাধীনতার সমর্থনে ঢাবিতে বাম ছাত্র সংগঠনগুলোর মিছিল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ আগস্ট ২০১৯, ০০:৪৩
বামপন্থী
কাশ্মীরের স্বাধীনতার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতা-কর্মীরা।

কাশ্মীরের স্বাধীনতার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতা-কর্মীরা। এ সময় কাশ্মীরের স্বাধীনতাকামী জনগণের পক্ষে সংহতি জ্ঞাপন করেন তারা।

সোমবার সন্ধ্যায় টিএসসি থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র মৈত্রী, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র-যুব আন্দোলনসহ বিভিন্ন বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় তারা ‘কাশ্মীরে চাই আজাদী, আজাদী আজাদী’, 'কাশ্মীরের বীর জনতা, লও লও লও সালাম', 'ভারতীয় আগ্রাসন, রুখে জনগণ' বলেও স্লোগান দেন।

মিছিলে অংশ নেয়া ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেলে আরটিভি অনলাইনকে বলেন, মুসলিম অধ্যুষিত কাশ্মীরকে স্বাধীনতা দেয়ার পরিবর্তে ভারতের সাম্প্রদায়িক সরকার সেখানকার স্বায়ত্তশাসনটুকুও কেড়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

দেশটির সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ অনুযায়ী কাশ্মীর বিশেষ মর্যাদা পেত। কিন্তু তা বিলুপ্ত করে সেখানকার সাম্প্রদায়িক দাঙ্গা আরও উস্কে দেয়া হলো। আমরা কাশ্মীরের স্বাধীনতাকামী জনগণের পক্ষে সংহতি জ্ঞাপন করছি।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইফতার পার্টিতে নিষেধাজ্ঞা, প্রতিবাদে ঢাবিতে ‘গণইফতার’ কর্মসূচি
ভারতের সঙ্গে বাংলাদেশের শর্তহীন বন্ধুত্ব এখনও বিদ্যমান : স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তদন্তে কালক্ষেপণ
ঢাবির ৭ শিক্ষার্থী বহিষ্কার, ৬০ জনকে শাস্তি
X
Fresh