• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সবাইকে লম্বা জামা-প্যান্ট পরতে হবে, সেপ্টেম্বরের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণ: খোকন (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ আগস্ট ২০১৯, ১৮:৩৩

আমাদের সবাইকে লম্বা প্যান্ট, পায়জামা, মোজা পরে নিরাপদে থাকার চেষ্টা করতে হবে। আশা করা যায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণ হতে পারে। এ নিয়ে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। বললেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

রোববার (৪ আগস্ট) নগর ভবনের মূল ফটকের সামনে ‘কুরবানির বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনা ও মসজিদের ইমামদের মাঝে স্প্রে বিতরণ’ অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, ঢাকার বাইরেও ডেঙ্গুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একমাস আগেও যেখানে মানুষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গুর ব্যাপারে সচেতন ছিল না। এখন সিটি করপোরেশনের প্রচেষ্টা ও জনগণের সচেতনতার কারণে নতুন করে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কমছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করছি।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ: বিএনপি
---------------------------------------------------------------

তিনি বলেন, এডিস মশার লার্ভা নষ্ট করতে আগে প্রতিদিন কমপক্ষে ৩০টি বাসায় আমাদের ইনসপেকশন টিম গেছে। আগামীকাল থেকে প্রতিদিন কমপক্ষে ৬০টি বাসা আমাদের টিম যাবে। ইতোমধ্যে ১৫ হাজার বাসায় লার্ভা ধ্বংস করা হয়েছে। এডিস মশা ধ্বংস করতে জনবল বাড়ানোর প্রক্রিয়াও চলছে।

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোড়ায় চড়ে ভোট চাইলেন সাঈদ খোকন
X
Fresh