• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হজ কার্যক্রম তদারকিতে সৌদি আরব যাবে ইসি (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ জুলাই ২০১৯, ২১:২২

নির্বাচন কমিশন (ইসি) জাতীয় ও আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ। তাই তারা বাংলাদেশ সরকারের পক্ষে এবার হজের কার্যক্রম তদারকি করতে সৌদি আরব যাচ্ছে।

শুক্রবার সকালে আশকোনার হজ ক্যাম্প পরিদর্শনে গিয়ে একথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

তিনি জানান, এবারের হজ ব্যবস্থাপনায় কোনো ত্রুটি না থাকায় হাজিরা নির্বিঘ্নে হজ পালন করতে পারছে। এবার সর্বমোট ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজ পালন করতে যাওয়ার কথা। তাদের মধ্যে, ৮৬ হাজার ৫৪ জন সৌদি আরব পৌঁছেছেন।

অপরদিকে হজের কার্যক্রম পরিচালনায় ধর্ম মন্ত্রণালয়ের অসহযোগিতার কথা জানান হজ এসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি।

-------------------------------------------------------------
আরো পড়ুন: এবারও অনেক হজযাত্রী নিম্নমানের অবাসন ও খাবারের অভিযোগ করছেন
-------------------------------------------------------------

বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকরা পবিত্র হজব্রত পালনের জন্য ইতোমধ্যেই পবিত্র নগরী মক্কায় আসতে শুরু করেছেন।

পবিত্র হজের আনুষ্ঠানিক প্রস্তুতি চলছে। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশসহ বিশ্বের ১২০টি দেশের ধর্মপ্রাণ মুসলমানরা হজ পালনের জন্য পবিত্র মক্কা শরিফে জড়ো হচ্ছেন। এ পর্যন্ত বাংলাদেশের ৭৫ হাজারের বেশি হজযাত্রী মক্কায় পৌঁছেছেন। এদের মধ্যে বার্ধক্যসহ নানা কারণে মারা গেছেন ১৪ জন।

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘সংসদ সদস্য কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন না’
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
সুষ্ঠু ভোট করতে প্রশাসনের উচ্চপদস্থদের সঙ্গে বসবে ইসি
সিলেটে পাওয়া যাবে আইসিসি অনুমোদিত বাংলা ব্যাট
X
Fresh