• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ছাত্র ইউনিয়নের পাঁচ শীর্ষ নেতাকে 'জঙ্গিদের' হত্যার হুমকি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ জুলাই ২০১৯, ১৫:০৯
ছাত্র ইউনিয়ন, জঙ্গী,
ছাত্র ইউনিয়নের পাঁচ শীর্ষ নেতাকে এক উড়ো চিঠিতে হত্যার হুমকি দেয়া হয়েছে। এরা হলেন, (বাঁ থেকে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি নজির আমিন চৌধুরী জয়, ঢাকা জেলা সভাপতি আরিফুল ইসলাম সাব্বির, কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ফয়েজ উল্লাহ ও ঢাকা মহানগর সভাপতি জহর লাল রায়।

ছাত্র ইউনিয়নের পাঁচ শীর্ষ নেতাকে এক উড়ো চিঠিতে হত্যার হুমকি দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে এই উড়ো চিঠি রাজধানীর মুক্তিভবনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে পৌছেছে বলে নিশ্চিত করেছেন ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল।

মেহেদী হাসান নোবেল আরটিভি অনলাইনকে বলেন, চিঠিটিতে ভোলার চরফ্যাশন পোস্ট অফিসের শীল দেয়া আছে। তবে প্রেরকের ঠিকানায় ভোলার বোরহান উদ্দিন উপজেলার আব্দুল হালিমের নাম উল্লেখ করা হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) দুপুরে ওই চিঠি হাতে পান তিনি।

নোবেল জানান, চিঠিতে তার নিজের নামসহ আরও চার জনের নাম উল্লেখ করা হয়েছে। এরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ফয়েজ উল্লাহ, ঢাকা জেলা সভাপতি আরিফুল ইসলাম সাব্বির, ঢাকা মহানগর সভাপতি জহর লাল রায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সভাপতি নজির আমিন চৌধুরী জয়।

চিঠিতে উল্লেখ করা হয়, 'স্যার, দিস ইজ নট এনিমি। দিস ইজ এ ফ্রেন্ড। গো আউট ফ্রম দ্যা ডিইউ/জেইউ ক্যাম্পাস অর উইল কিল ইউ। উই উইল স্টাবলিশ ইসলাম।'

ছাত্র ইউনিয়নের সভাপতি অভিযোগ করেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ায় ছাত্র ইউনিয়ন নেতারা ধর্মীয় জঙ্গিদের টার্গেট হয়ে থাকতে পারে।

তিনি আরও জানান, হুমকির ঘটনায় পল্টন থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবি ছাত্র ইউনিয়ন সংসদের ৩২তম সম্মেলন ২৭-২৮ ফেব্রুয়ারি
X
Fresh