• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

গুজব ছড়ানোর পেছনে ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখা হচ্ছে: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জুলাই ২০১৯, ১৩:২৮
ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের

গুজব ছড়িয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া অপর্কম। এ কাজ যারা করবে কেউ রেহাই পাবেনা। সম্প্রতি গুজব ছড়ানোর পেছনে কোন ষড়যন্ত্র আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৪ জুলাই) সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, গুজব বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রণালয় কাজ করছে। গুজব ছড়িয়ে যারা গণপিটুনির মতো ঘটনা ঘটিয়ে মানুষ হত্যা যারা করছে তাদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হচ্ছে। এরই মধ্যে বেশ কিছু অনলাইন পেজ বন্ধ করে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

দলীয়ভাবে নিজ নিজ এলাকায় গুজব প্রতিরোধে সভা সমাবেশ করতে জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সামাজিকমাধ্যমে গুজব প্রতিহতে ব্যবস্থার নির্দেশ
গুজব প্রতিরোধে প্রয়োজনে ফেসবুক-ইউটিউব বন্ধ করবে সরকার
ট্রেনের ভাড়া বৃদ্ধির গুজব ছড়াচ্ছে বিএনপি : রেলমন্ত্রী
আপনারা কোনো গুজবে বিভ্রান্ত হবেন না : শাবনূর
X
Fresh