• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রওশন এরশাদের বিবৃতি বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নয়: জিএম কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জুলাই ২০১৯, ২০:১০
জিএম কাদের
জিএম কাদের ।। ফাইল ছবি

জি এম কাদেরকে দলীয় চেয়ারম্যান হিসেবে মানেন না বলে রওশন এরশাদ যে বিবৃতি দিয়েছেন তা ‘বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য’ নয় বলে জানিয়েছে কাদের।

আজ মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এ কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ স্বাক্ষরিত বিবৃতি হাতে লেখা ও কাঁচা। এরপরও কোনও সমস্যা থাকলে আমরা আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করবো। জাতীয় পার্টিতে কোনও বিভেদ নেই। দল রাজনৈতিক কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে পরিচালনা করছে। নেতৃত্বের প্রশ্নে জাতীয় পার্টিতে কোনও দ্বন্দ্ব নেই।

তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ আমাদের পরিবারে পিতৃতুল্য ছিলেন, বেগম রওশন এরশাদ আমাদের মায়ের মতো।

এর আগে জি এম কাদেরের চেয়ারম্যান পদ নিয়ে আপত্তি জানিয়ে বিবৃতি দেন রওশন এরশাদ।

জিএম কাদের বলেন, পল্লীবন্ধুর নির্দেশনা মতেই চেয়ারম্যান হিসেবে কাজ করছি। জাতীয় পার্টির নেতারা গঠনতন্ত্র অনুসরণ করেই চেয়ারম্যান ঘোষণা করেছেন। যে নামেই তারা সম্বোধন করবে তাতে কোনও সমস্যা নেই।

আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিব নারায়ণ দাশকে জাতি আজীবন স্মরণে রাখবে : জি এম কাদের 
সড়কে প্রতিদিনের অপমৃত্যু যেন স্বাভাবিক ঘটনা : জি এম কাদের
জি এম কাদেরকে পা ছুঁয়ে সালাম করলেন রাঙ্গা
জি এম কাদের বেইমানি করেছেন : রওশন
X
Fresh