• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

জাতীয় পার্টিতে অনৈক্য ও বিভেদের স্থান নেই: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ জুলাই ২০১৯, ১৮:৫৪
জাপা

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, জাতীয় পার্টিতে অনৈক্য ও বিভেদের কোনো স্থান নেই। সবাইকে নিয়েই জাতীয় পার্টি গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে এগিয়ে যাবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ এমপির সঙ্গে একান্তে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। আজ দুপুরে গুলশানে রওশন এরশাদ এমপির বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপিকে আশীর্বাদ করেন রওশন এরশাদ এমপি। দুপুরের খাবার খেয়ে তারা দীর্ঘসময় পার্টির বর্তমান কর্মসূচি ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এসময় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, রওশন এরশাদ আমাদের অভিভাবক। তাঁর স্নেহ ও পরামর্শে জাতীয় পার্টিকে আমরা এগিয়ে নিয়ে যাব।

এসময় বেগম রওশন এরশাদের বাসভবনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, যুগ্মমহাসচিব হাসিবুল ইসলাম জয় এবং হুসেইন মুহম্মদ এরশাদের বড় ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ।

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাঁচ বছর আওয়ামী লীগকে ঘুমাতে দেব না : চুন্নু
জাপার অন্তঃকোন্দলের জন্য সরকারকে দায়ী করলেন জিএম কাদের
জিএম কাদেরকে লিগ্যাল নোটিশ
যে কারণে নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি, জানালেন রওশন
X
Fresh