• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এরশাদের দাফন কোথায়?

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ জুলাই ২০১৯, ১৭:০৪
হুসেইন মুহম্মদ এরশাদ,
হুসেইন মুহম্মদ এরশাদ,

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দাফন কোথায় হবে- তা নিয়ে এখনও সংশয় আছে। সেনা কবরস্থানে দাফন করার কথা প্রথমে বলা হলেও নেতা-কর্মীদের ক্ষোভের কারণে তা পরিবর্তন হতে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, জীবিত অবস্থায় বনানীর সামরিক কবরস্থানে দাফনের জন্য এরশাদ ইচ্ছা পোষণ করেছিলেন। সেই ইচ্ছা অনুসারেই সকালে দাফনের কথা বলা হয়েছিল। তবে তার মৃত্যুর পর এ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে।

রফিকুল ইসলাম নামের এক কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, স্যারকে ওখানে দাফন করলে আমরা সাধারণ কর্মীরা তার কবর জিয়ারত করতে পারবো না। তার চেয়ে তাকে বনানী কবরস্থানে বা রংপুরে দাফন করা হোক।

জাতীয় ছাত্রসমাজের সাবেক সভাপতি ইফতেখার হাসান বলেন, যে কোনো উন্মুক্ত স্থানে তাকে দাফন করা হোক।

এর আগে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙা জানান, চার জানাজা হুসেইন মুহাম্মদ এরশাদকে মঙ্গলবার বিকালে ঢাকায় সেনাবাহিনীর কবরস্থানে দাফন করা হবে।

পরে রাঙা বলেন, নেতাকর্মীদের চাওয়া অনুযায়ী এরশাদের দাফন হবে। তবে এরশাদের চাওয়া ছিল সমারিক কবরস্থানে দাফন। দাফনের চূড়ান্ত স্থান সম্পর্কে কখন জানা যাবে- এমন প্রশ্নের জবাবে রাঙ্গা বলেন, কাল পর্যন্ত অপেক্ষা করেন। জানানো হবে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh