• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিএনপির সাহস থাকলে আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করে দেখাক: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জুলাই ২০১৯, ১৪:৪৩
আওয়ামী লীগ
ওবায়দুল কাদের

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে না। এটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার। দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। বিএনপির সাহস থাকলে আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করে দেখাক।

বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলন এবং নিবার্চনে ব্যর্থ হয়েছে। এখন বাধ্য হয়ে অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচারই দলটির একমাত্র পুঁজি। বিএনপির অভিযোগ উড়িয়ে দিয়ে কাদের বলেন, দেশের কোথাও গণতন্ত্রের সংকট নেই। বিএনপিতেই গণতন্ত্রের সংকট চলছে।

তিনি বলেন, এই দেশের জনগণের প্রতি আওয়ামী লীগের দায়বদ্ধতা রয়েছে। জনস্বার্থকে ঘিরেই আওয়ামী লীগের কাজ। আওয়ামী লীগ ইতিবাচক রাজনীতি করে। বিএনপি বা খালেদা জিয়ার জনগণের প্রতি দায়বদ্ধতা নেই। তারা নেতিবাচক রাজনীতি করে। যারা নেতিবাচক রাজনীতি করে, জনগণ তাদের মেনে নেয় না।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
X
Fresh