• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আমরা সব সময়ই সুষ্ঠু বিচার করেছি: ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ জুলাই ২০১৯, ১৮:৫৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সন্ত্রাসীর বিরুদ্ধে। সব সময়ই আমরা সন্ত্রাসের ঘটনায় নিন্দা করেছি, প্রতিবাদ জানিয়েছি এবং সুষ্ঠু বিচার করেছি। ক্ষমতায় আওয়ামী লীগ আসার পর ঘটনাগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চেয়েছে।

আজ সোমবার (৮ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে ধ্বংস ও বিরোধী রাজনীতিকে ধ্বংস করে বাংলাদেশের গণতন্ত্রকে একেবারে নির্বাসিত করার আয়োজন সম্পন্ন করেছে তারা।

তিনি বলেন, বিচার বিভাগে দলীয় ব্যক্তিদের নিয়োগের কারণে সেখানকার পরিস্থিতি দ্রুত অবনতি ঘটেছে। ঈশ্বরদীতে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতার ট্রেনের উপর হামলার মামলায় নিম্ন আদালতে যে রায় দেয়া হয়েছে তা বিচার ব্যবস্থার একই চিত্র তুলে ধরেছে।

তিনি আরও বলেন, ১৯৯৪ সালে ঈশ্বরদীতে ওই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। একটি রাজনৈতিক দলের কর্মকর্তাকে এই ঘটনার সঙ্গে জড়িয়ে তিন বছর পর অভিযোগপত্র দেয়া হয়। ২৫ বছর পর আদেশ প্রমাণ করেছে যে এই আদেশ ন্যায়বিচারের পরিপন্থী ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মানুষ যে আশা নিয়ে স্বাধীনতাযুদ্ধ করেছিল, তা আজও পূরণ হয়নি’
দেশে ফিরছেন বিএনপি মহাসচিব
‘ভিত্তিহীন মামলা দিয়ে বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে’
আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবেই গণতন্ত্রবিরোধী শক্তি : ফখরুল
X
Fresh