logo
  • ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি ২০২০, ১২ মাঘ ১৪২৭

এরশাদ শঙ্কামুক্ত নন, কৃত্রিমভাবে চলছে শ্বাস-প্রশ্বাস: জিএম কাদের (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৬ জুলাই ২০১৯, ১৩:০০ | আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১৫:৪২
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের অবস্থা এখনও শঙ্কামুক্ত নন। কৃত্রিমভাবে চলছে শ্বাসপ্রশ্বাস ও কিডনির কার্যক্রম। জানালেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

আজ শনিবার (৬ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। 

চিকিৎসকের বরাত দিয়ে জিএম কাদের বলেন, তার অবস্থা কিছুটা ভালোর দিকে। তবে যেকোনো সময় যেকোনো কিছু ঘটতে পারে। 

এসময় হুসেইন মুহম্মদ এরশাদের জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চান। 

তিনি সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসা সেবায় সন্তোষ প্রকাশ করেন। জিএম কাদের জানান, এখন পর্যন্ত এরশাদকে ২৮ ব্যাগ রক্ত দেয়া হয়েছে।

এসজ/এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • রাজনীতি এর সর্বশেষ
  • রাজনীতি এর পাঠক প্রিয়