logo
  • ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২০, ২৮ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩৩ জন, আক্রান্ত ২৯৯৬ জন, সুস্থ হয়েছেন ১৫৩৫ জন: স্বাস্থ্য অধিদপ্তর

এরশাদের জন্য রক্তের প্রয়োজন

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৫ জুলাই ২০১৯, ১২:১৮
আগ্রহী রক্তদাতা
ফাইল ছবি
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের চিকিৎসার জন্য ‘বি’ পজিটিভ রক্তের প্রয়োজন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।

এরশাদের ব্যক্তিগত সচিব ও দলের প্রেসিডিয়াম সদস্য খালেদ আখতার গণমাধ্যমকে বলেন, আজ শুক্রবার ভোরে উনার ডায়ালাইসিস শুরু হয়েছে। প্রচুর রক্ত প্রয়োজন।

তিনি জাতীয় পার্টির নেতাকর্মীসহ আগ্রহী রক্তদাতাদের সিএমএইচের ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দেয়ার অনুরোধ জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয় পার্টির বনানী অফিসে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের জানান, এরশাদের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।

তাকে লাইফ সাপোর্টের পাশাপাশি ঘুমের ও ব্যথানাশক ওষুধ দেয়া হচ্ছে। তার শ্বাসকষ্ট হচ্ছে। তার শরীরের কোনো অঙ্গই কাজ করছে না।

জি এম কাদের বলেন, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনির্ভাসিটি হাসপাতালের চিকিৎসকদের কাছে তার সব রিপোর্ট মেইল করা হলে তারা সেখানে নেয়ার বিষয়ে সমর্থন করেননি।

গত ২২ জুন থেকে এরশাদ সিএমএইচে চিকিৎসাধীন। তিনি হিমোগ্লোবিন-স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছেন।

এমকে

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৬৩৫০৩ ১৫১৯৭২ ৩৪৭১
বিশ্ব ২০২৭৩৫৬৯ ১৩২০১০৫৯ ৭৩৯৪৯০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • রাজনীতি এর সর্বশেষ
  • রাজনীতি এর পাঠক প্রিয়