• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এরশাদের জন্য রক্তের প্রয়োজন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ জুলাই ২০১৯, ১২:১৮
আগ্রহী রক্তদাতা
ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের চিকিৎসার জন্য ‘বি’ পজিটিভ রক্তের প্রয়োজন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।

এরশাদের ব্যক্তিগত সচিব ও দলের প্রেসিডিয়াম সদস্য খালেদ আখতার গণমাধ্যমকে বলেন, আজ শুক্রবার ভোরে উনার ডায়ালাইসিস শুরু হয়েছে। প্রচুর রক্ত প্রয়োজন।

তিনি জাতীয় পার্টির নেতাকর্মীসহ আগ্রহী রক্তদাতাদের সিএমএইচের ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দেয়ার অনুরোধ জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয় পার্টির বনানী অফিসে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের জানান, এরশাদের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।

তাকে লাইফ সাপোর্টের পাশাপাশি ঘুমের ও ব্যথানাশক ওষুধ দেয়া হচ্ছে। তার শ্বাসকষ্ট হচ্ছে। তার শরীরের কোনো অঙ্গই কাজ করছে না।

জি এম কাদের বলেন, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনির্ভাসিটি হাসপাতালের চিকিৎসকদের কাছে তার সব রিপোর্ট মেইল করা হলে তারা সেখানে নেয়ার বিষয়ে সমর্থন করেননি।

গত ২২ জুন থেকে এরশাদ সিএমএইচে চিকিৎসাধীন। তিনি হিমোগ্লোবিন-স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এরশাদের ছেলে বললেন, খুব কষ্ট হচ্ছে, মানবেতর জীবনযাপন করছি
X
Fresh