• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এরশাদ লাইফ সাপোর্টে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ জুলাই ২০১৯, ১৭:২৫
হুসেইন মুহম্মদ এরশাদ লাইফ সাপোর্ট

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেল সোয়া চারটার দিকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়াউদ্দিন বাবলু।

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে গত ২২ জুন থেকে চিকিৎসাধীন আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। আজ তার শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়া হয়।

এর আগে আজ দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের সংবাদ সম্মেলনে জানান, এরশাদের শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। আমাদের কাছে মোটেও শুভ লক্ষণ মনে হচ্ছে না। কিডনি ঠিকমত কাজ করছে না। আগামীকাল শুক্রবার (৫ জুলাই) সারাদেশের ধর্মীয় প্রতিষ্ঠানে এরশাদের রোগমুক্তির জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্ত্রী জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা বেগম রওশন এরশাদ।

জিএ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী আজ
এরশাদের ৯৫তম জন্মদিন আজ
এরশাদের ছেলে বললেন, খুব কষ্ট হচ্ছে, মানবেতর জীবনযাপন করছি
টনসিলের অপারেশন করার পর লাইফ সাপোর্টে শিশু
X
Fresh