• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে না: ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ জুলাই ২০১৯, ১৪:০০
ফখরুল, খালেদা জিয়া

মিথ্যে মামলায় জামিন দিয়ে অন্যায়ভাবে সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে সরকার। মূলত ভয়ে আটকে রেখেছে। খালেদা জিয়া বাইরে থাকলে অপশাসন করতে পারতো না সরকার।

আজ বৃহস্পতিবার (৪ জুলাই) ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত চিকিৎসক প্রতিবাদ সমাবেশ এ কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ, প্রয়োজনীয় চিকিৎসা না দিয়ে তাকে আটকে রাখা হয়েছে। সুচিকিৎসার আশ্বাস দিলেও হচ্ছে না।

বিচার ব্যবস্থা নিয়ে তিনি বলেন, বিচার ব্যবস্থা মানুষের এখন আস্থা নেই। এটি দলীয়করণ করা হয়েছে এবং এতে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বিচার ব্যবস্থা। সুপরিকল্পিতভাবে বিচার বিভাগ ধ্বংস করা হচ্ছে এবং ধ্বংস করা হচ্ছে নির্বাচন কমিশন।

তিনি আরো বলেন, পাবনায় প্রধানমন্ত্রীর ওপর গুলিচেষ্টা ২৬ বছর পর রায়ে ৯ জনকে ফাঁসি দেয়ায় জাতি বিস্মিত, বিক্ষুদ্ধ। শোষণের যন্ত্রে পরিণত হয়েছে ব্যাংকগুলো। দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে সরকার। মেগা প্রজেক্টের নামে চলছে মেগা দুর্নীতি।

সি/

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার ১১ মামলার শুনানি পেছাল
‘সরকারের জুলুম বন্ধ না হলে দেশ চরম নৈরাজ্যে নিপতিত হবে’
‘খালেদা জিয়ার মুক্তির জন্য আমি আলোচনায় বসতে প্রস্তুত’
সরকার দেশে নব্য বাকশাল কায়েম করেছে : মির্জা ফখরুল
X
Fresh