• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সীমাহীন লুটপাট করতে গ্যাসের দাম বাড়িয়েছে সরকার: রিজভী (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ জুলাই ২০১৯, ১৩:৩৫

সীমাহীন লুটপাট করতে জ্বালানী গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। এর প্রতিবাদে কঠোর কর্মসু্ূচি দেবে বিএনপি। বললেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার সকালে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে বিএনপি। এ সময় বিক্ষোভ মিছিলটি নাইটিঙ্গেল মোড় হয়ে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় বক্তৃতা রাখতে গিয়ে এসব কথা বলেন রিজভী।

বাম গণতান্ত্রিক জোটের হরতালকে ইঙ্গিত করে রুহুল কবির রিজভী বলেন, ন্যায্য দাবি আদায়ে গণতান্ত্রিক যে কোন আন্দোলনে সমর্থন দেবে বিএনপি। গ্যাসের দাম কোনোভাবেই বৃদ্ধি হতে দেয়া হবে না।

সমাবেশে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক আব্দুস সালাম আজাদ, ঢাকা উত্তর মহানগর বিএনপির সহ- সভাপতি বেলাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম শামসুল হকসহ আরও অনেকে।

সমাবেশ থেকে অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিও দাবি করা হয়।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘চালের দাম কমানোর কথা বলে আরও বাড়িয়েছে সরকার’
ঈদের দিনও নেতাকর্মীদের ঘরে কান্নার রোল : রিজভী
নেতাকর্মীদের ঈদ পালন করতে হয় শোকাচ্ছন্ন পরিবেশে : রিজভী
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
X
Fresh