• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শেখ হাসিনার ওপর বোমা হামলার রায় বুধবার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ জুলাই ২০১৯, ২১:২৭
শেখ হাসিনা
শেখ হাসিনা

১৯৯৪ সালের পাবনার ঈশ্বরদীতে ট্রেনে বোমা হামলার শিকার হয়েছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা। ওই হামলার মামলার রায়ের তারিখ বুধবার ধার্য করেছেন আদালত।

সোমবার পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুস্তম আলী রায় এ তারিখ ঘোষণা দেন।

এর আগে গ্রেফতার থাকা বিএনপির ৩০ নেতা-কর্মীর আইনজীবীরা তাদের পক্ষে যুক্তি তুলে ধরেন।

এ বিষয়ে জেলা জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ওবায়দুল হক আরটিভি অনলাইনকে জানান, মামলার বায়ান্ন জন আসামি ছিলেন। এর মধ্যে ৬ জন মারা গেছেন। আজ যুক্তি তর্ক শেষে এই গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণার দিনক্ষণ বুধবার ঘোষণা করেছেন আদালত।

এর আগে গেলো রোববার মামলার ৩০ জন আসামি জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

উল্লেখ্য, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সাংগঠনিক সফরে খুলনা থেকে রাজশাহী অভিমুখে ট্রেনযোগে যাচ্ছিলেন। এর মধ্যে ঈশ্বরদীতে তার একটি পথসভায় যোগ দেয়ার কথা ছিল। ঈশ্বরদীতে পৌঁছালে তার বহরের ওপর সন্ত্রাসীরা ব্যাপক গুলিবর্ষণ ও বোমা হামলা করে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
মানুষের ভাগ্য পরিবর্তনে কেউ কোনো পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী
২৪ এপ্রিল থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
X
Fresh