• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কালো টাকা সাদা করার পক্ষে সাফাই গাইলেন রওশন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ জুন ২০১৯, ১৯:৫৭
কালো টাকা
সংসদে রওশন এরশাদ, ছবি: সংগৃহীত

কালো টাকা সাদা করার সুযোগ সব দেশেই আছে। এ সুযোগ থাকলে দেশের ধনী-সম্পদশালীরা দেশেই বিনিয়োগ করবেন। তাই এই সুযোগ রাখা উচিত। এতে দেশের মানুষই লাভবান হবে। এমনটাই সংসদে জানালেন বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ।

শনিবার জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশনে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রওশন এরশাদ বলেন, ব্ল্যাক মানি হোয়াইট করার সুযোগ না দিলে তা পাচার হয়ে যাবে। এসব টাকা বিনিয়োগ হলে এবং শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হলে কর্মসংস্থান বাড়বে।

তিনি বলেন, দেশের ব্যাংকগুলোতে এত খারাপ অবস্থা যে, বেসরকারি প্রতিষ্ঠানগুলো ঋণ পাচ্ছে না। বাজেটে সেই ব্যাংক থেকেই ঋণ নেয়ার পদক্ষেপ নেয়া হয়েছে। এটা চ্যালেঞ্জ। ব্যাংক বেসরকারি খাতে ঋণ না দিতে পারলে বেসরকারি খাত দাঁড়াবে না, কর্মসংস্থান সৃষ্টি হবে না। বৈষম্যও কমবে না। তাই সময়োপযোগী পরিকল্পনা নিতে হবে।

রওশন এরশাদ বলেন, ধান ভালো হলেও কৃষকের মাথায় হাত উঠেছে। ভর্তুকি দিতে হবে তাদের জন্য। ইউরোপীয় দেশগুলোতও কৃষকদের শতভাগ প্রণোদনা দেয়া হয়। বাংলাদেশেও দেয়া জরুরি।

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি, জানালেন রওশন
৪৮ ঘণ্টা না যেতেই রওশনের পার্টি থেকে পদত্যাগ করলেন সেন্টু
নেতৃত্ব পরিবর্তনে ইসিতে চিঠি দিয়ে সাড়া পেল না রওশনপন্থীরা
আমরাই মূল জাতীয় পার্টি : চুন্নু
X
Fresh