• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সংসদীয় এলাকা থেকে জিয়ার কবর সরানোর অনুরোধ মুক্তিযুদ্ধমন্ত্রীর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ জুন ২০১৯, ১৫:৩১
জিয়াউর রহমানের কবর, সংসদ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক

জাতীয় সংসদ চত্বরে মূল নকশার বাইরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরসহ যেসব স্থাপনা হয়েছে, এখানে আরও কিছু কবর দেয়া হয়েছে, সেগুলো অপসারণের অনুরোধ করছি। বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।

শনিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ অনুরোধ জানান তিনি।

আ ক ম মোজাম্মেল হক বলেন, মুক্তিযুদ্ধ করেননি- তবে মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন- এমন ৩১০৭ জন 'ভুয়া মুক্তিযোদ্ধার’ সনদ বাতিল করেছে সরকার। এছাড়া গেলো দশ বছরে বাদ পড়েছেন, এমন চার হাজার একশ' ৮৮ জন মুক্তিযোদ্ধার নাম গেজেটভুক্তির জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের ডিজিটাইজেশন তথ্যের ডাটাবেজ সংরক্ষিত আছে। ডাটাবেজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-বিসিসির ডাটা সেন্টারে সংরক্ষিত আছে। মুক্তিযোদ্ধাদের ডিজিটাল পরিচয়পত্র প্রদানের পরিকল্পনা নেয়া হয়েছে।

তিনি বলেন, ডিজিটাল আইডি কার্যক্রম প্রক্রিয়াধীন। শিগগিরই একদিনে একযোগে ডিজিটাল সার্টিফিকেট বা পরিচয়পত্র প্রদান করা হবে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইফতার পার্টি করে মিথ্যাচার চালাচ্ছে বিএনপি : কাদের 
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় বিএনপি : ওবায়দুল কাদের
X
Fresh