• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৯ ছাত্রদল কর্মী গ্রেফতার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ জুন ২০১৯, ০৫:৪২
ককটেল বিস্ফোরণ
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রদলের নয় জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রদলের নয় জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই পুলিশ কর্মকর্তা জানান, ককটলে বিস্ফোরণের ঘটনায় নয় জন ছাত্রদল নেতা-কর্মীকে গ্রেপ্তার হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শফিক সরকার, রাসেল ফকির, শাহ আলম, ফরহাদ মিয়া, সজিব মজুমদার, রফিকুল ইসলাম, খোরশেদ আলম, মোর্শেদ আলম এবং আরিফুল ইসলাম আরিফ।

গেলো ২৪ জুন দুপুরে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করছিলেন পদবঞ্চিত ছাত্রদলের বয়স্ক নেতারা। তাদের অবস্থান কর্মসূচি শেষ হওয়ার কিছুক্ষণ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পরে পল্টন থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় বিএনপি : ওবায়দুল কাদের
X
Fresh