• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বিএনপি কোনও জাতীয়তাবাদী দল নয়, একটি জামায়াতিবাদী দল: ইন্দিরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ জুন ২০১৯, ২০:২০
জাতীয় সংসদ
ফাইল ছবি

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করে ৩২০টি মদের লাইসেন্স দিয়েছিলেন। এভাবেই দেশের যুব সমাজকে ধ্বংস করেছিলেন। সত্যিকার অর্থে বিএনপি ইসলাম মানে না, বিএনপি মানে জামায়াতে ইসলামকে। বললেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য ফজিলাতুন্নেসা ইন্দিরা।

মঙ্গলবার জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশনে উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব অভিযোগ তুলে ধরেন।

ফজিলাতুন্নেসা ইন্দিরা বলেন, বিএনপি কোনও জাতীয়তাবাদী দল নয়, একটি জামায়াতিবাদী দল। পাশাপাশি দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের নামে রাজনৈতিক দলকে বিভক্ত করেছেন।

বিএনপির সমালোচনা করে ফজিলাতুন্নেছা ইন্দিরা বলেন, এটি কোনও রাজনৈতিক দল নয়, একটা অবৈধ দল।

তিনি বলেন, এই অবৈধ দলের নেতারা সংসদে এসে এই সংসদকে অবৈধ করেছে। একেই বলে চোরের মায়ের বড় গলা। এই সংসদে বিএনপির সদস্যরা ধর্মের কথা বলেছেন।

এসজে/এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh