logo
  • ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২০, ৭ মাঘ ১৪২৭

বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৪ জুন ২০১৯, ১৫:২৬ | আপডেট : ২৪ জুন ২০১৯, ১৫:২৯
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণে ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আল আশরাফ মামুনসহ কয়েকজন আহত হয়েছেন।

আজ সোমবার দুপুরে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতারা অবস্থান কর্মসূচি শেষে চলে যাবার সময় পর পরই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনার জন্য বিক্ষুব্ধ নেতারা সিন্ডিকেটকে দায়ি করেছে।

এর আগে বেলা ১১টা থেকে বহিষ্কৃত ছাত্রদল নেতারা নায়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে।

শনিবার রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদল থেকে ১২ জনকে বহিষ্কারের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ জন সাবেক ছাত্রনেতাকে বহিষ্কার করা হয়েছে।

এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • রাজনীতি এর সর্বশেষ
  • রাজনীতি এর পাঠক প্রিয়