• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ চলছে (ভিডিও)

স্টাফ রিপোর্টার, বগুড়া

  ২৪ জুন ২০১৯, ০৯:০৯

আজ সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলগমীরের বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ। ১৪১টি ভোটকেন্দ্রে বিকেল ৫টা পর্যন্ত ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ শুরু হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, মুসলিম লীগ, বাংলাদেশ কংগ্রেস ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন। যার মধ্যে নারী ভোটার ৫১ শতাংশ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গতকাল রোববার সকাল থেকেই বিজিবি সদস্যরা নির্বাচনি এলাকায় টহল শুরু করেছেন। ১৫ প্লাটুন বিজিবি অবস্থান করছে নির্বাচনী এলাকায়।

বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল মালেক আরটিভি অনলাইনকে জানান, ‘বিজিবি সদস্যরা নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কাজ করবেন।’