• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ছাত্রদলের নেতাকর্মীদের বাধার মুখে ফিরে গেলেন রিজভী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ জুন ২০১৯, ১৫:৩৮
রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ছাত্রদলের নতুন কমিটিতে স্থান পেতে আন্দোলনরত বয়স্ক নেতাকর্মীদের বাধার মুখে ফিরে যেতে হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে।

আজ শনিবার (২২ জুন) দুপুর ১২টার দিকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রদলের বিক্ষুব্ধদের বাধার সম্মুখীন হয়েছেন তিনি।

জানা গেছে, ‘গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলন’র উদ্যোগে দুপুর পৌনে ১২টার দিকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আইনজীবীদের বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাইটিংগেল মোড় ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন সংগঠনটির চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও মহাসচিব এ বি এম রফিকুল হক তালুকদার রেজা।

পরে আইনজীবীদের ওই কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন রুহুল কবির রিজভী। তবে এসময় কার্যালয়ের সামনে আগে থেকেই অবস্থান কর্মসূচি পালন করছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। রিজভী সংহতি জানাতে ওই কর্মসূচিতে যেতে চাইলে বাধা দেন ছাত্রদল নেতারা।

সেখানেই কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। পরে দলীয় কার্যালয়ে ফিরে যেতে বাধ্য হন বিএনপির এই নেতা। এরপরে পরিস্থিতি শান্ত হয়।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh