• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শেষ ধাপের উপজেলা নির্বাচনের ফলাফল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জুন ২০১৯, ২৩:৫৫

পঞ্চম ও শেষ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ মঙ্গলবার ২০টি উপজেলায় ভোট হয়। সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

এরই মধ্যে উপজেলা পরিষদ নির্বাচনের বেশ কয়েকটির ফলাফল পাওয়া গেছে।

গাজীপুর সদর- আওয়ামী লীগ, সুনামগঞ্জের জামালগঞ্জ-আওয়ামী লীগ, নেত্রকোনার পূর্বধলা-আওয়ামী লীগ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ-আওয়ামী লীগ, বরগুনার তালতলী-আওয়ামী লীগ, পিরোজপুরের মঠবাড়িয়া-স্বতন্ত্র, শেরপুরের নকলা-স্বতন্ত্র, কিশোরগঞ্জের কটিয়াদি-স্বতন্ত্র, রাজবাড়ির কালুখালী-স্বতন্ত্র, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর-স্বতন্ত্র, মাদারীপুর সদর উপজেলা-স্বতন্ত্র ও সিরাজগঞ্জের কামারখন্দে-স্বতন্ত্র প্রার্থী পঞ্চম ও শেষ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন: গাজীপুর সদর- আওয়ামী লীগ, সুনামগঞ্জের জামালগঞ্জ-আওয়ামী লীগ, নেত্রকোনার পূর্বধলা-আওয়ামী লীগ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ-আওয়ামী লীগ, বরগুনার তালতলী-আওয়ামী লীগ, পিরোজপুরের মঠবাড়িয়া-স্বতন্ত্র, শেরপুরের নকলা-স্বতন্ত্র, কিশোরগঞ্জের কটিয়াদি-স্বতন্ত্র, রাজবাড়ির কালুখালী-স্বতন্ত্র, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর-স্বতন্ত্র, মাদারীপুর সদর উপজেলা-স্বতন্ত্র ও সিরাজগঞ্জের কামারখন্দে-স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন গত ১০ মার্চ শুরু হয়। এরপর দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ও চতুর্থ ধাপে ৩১ মার্চ ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন। এর মধ্যে চতুর্থ ধাপে ৩১ মার্চ ছয়টি উপজেলায় এবং ২৪ মার্চ তৃতীয় ধাপেও চারটি উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ করে ইসি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh