• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দাঁতের চিকিৎসা নিলেন খালেদা জিয়া

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ জুন ২০১৯, ২০:৫১

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) দাঁতের চিকিৎসা নিয়েছেন।

বুধবার (১২ জুন) দুপুরে বঙ্গবন্ধু মেডিকেলের কেবিন ব্লকের ৬২১ নম্বর কেবিনে ভর্তি খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালের ‘এ’ ব্লকে নেয়া হয়।

ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদা আকতার খালেদা জিয়াকে চিকিৎসা দেন।

বিএসএমএমইউ অতিরিক্ত পরিচালক নাজমুল করিম বলেন, কড়া নিরাপত্তার মধ্যে খালেদা জিয়াকে চিকিৎসা শেষে ফের কেবিন ব্লকে নেয়া হয়েছে।

পরে এক সংবাদ সম্মেলনে বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক বলেন, ‘তার দাঁতে কিছু সমস্যা ছিল এবং আমরা তাকে দন্ত বিভাগে চিকিৎসা দিয়েছি।’

কি ধরনের সমস্যা হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, কয়েকটি দাঁত ধারালো হওয়ার কারণে খালেদা জিয়া ঠিকমতো খেতে পারছিলেন না। ‘যার কারণে দন্ত যন্ত্রপাতি দিয়ে আমরা সমস্যা সমাধান করেছি। ধারালো দাঁতের অংশ নিউট্রল করে দেয়া হয়েছে।’

খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, তিনি এখন সুস্থ আছেন। ‘আগের চেয়ে তিনি এখন অনেক ভালো আছেন।’

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের শুভেচ্ছা জানাতে খালেদা জিয়ার বাসভবনে বিএনপি নেতারা
যেভাবে কাটছে খালেদা জিয়ার ঈদ
যেখানে ঈদ করবেন খালেদা জিয়া
বিএনপি নেতারা কে কোথায় ঈদ করবেন
X
Fresh