• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঐক্যফ্রন্টে ঐক্য নেই, এটি আমরা চাইনি: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জুন ২০১৯, ১২:২৮

ঐক্যফ্রন্টে ঐক্য নেই, এটি আমরা চাইনি। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এক যৌথসভা শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী ও শান্তিপূর্ণ ভূমিকা পালন করুক এটিই আওয়ামী লীগ চায়।

গণতন্ত্রের জন্য বিরোধী দল থাকা অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, আমরা চাই শক্তিশালী বিরোধী দল থাকুক। এরা সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিক। এটি গণতন্ত্রের সৌন্দর্য।

ওবায়দুল কাদের বলেন, আজ আমাদের দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস। সেই সঙ্গে পার্লামেন্টের বাজেট অধিবেশনও শুরু হচ্ছে আজ। তাই নেত্রীর কারামুক্তি দিবসে আমরা বিশেষ কর্মসূচি রাখছি না। দলের নেতাকর্মীরা প্রিয় নেত্রীকে ফুলের শুভেচ্ছা জানাবেন।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এসজে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপিসহ সব অপশক্তিকে প্রতিহত করব : কাদের
হিটলারের চেয়েও ভয়ংকর নেতানিয়াহু : কাদের
ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে যা বললেন রিজভী
‘স্বাধীনতার চেতনা ধ্বংস করার জন্য বিএনপির জন্ম’
X
Fresh