• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শপথ নিয়েই সংসদকে অবৈধ বললেন রুমিন ফারহানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ জুন ২০১৯, ১৫:৩৫
ফাইল ছবি

বিএনপির মনোনয়ন নিয়ে সংরক্ষিত আসনে এমপি হিসেবে শপথ নেয়ার পর পরই বর্তমান সংসদকে অবৈধ বললেন বিএনপি মনোনীত সংরক্ষিত আসনের (আসন-৩৫০) সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

রোববার (৯ জুন) দুপুর ১২টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার সংসদ কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান।

শপথ নেয়ার পর শপথ বইয়ে স্বাক্ষর শেষে সংসদ ভবনের তৃতীয় তলায় সিনিয়র সচিবের রুমের সামনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান রুমিন ফারহানা।

তিনি বলেন, নিশ্চয়ই প্রথমবার সংসদ সদস্য হয়ে সংসদে আসা আমার জন্য আনন্দের। তবে আমি এমন একটি সংসদে যোগ দিতে যাচ্ছি যে সংসদটি জনগণের ভোটে নির্বাচিত না। সংসদ গঠিত হওয়ার পর থেকেই বলেছি, এটি অবৈধ সংসদ, এখনো দ্ব্যর্থহীন ভাষায় বলছি, এটি অবৈধ সংসদ। আমি খুব খুশি হব যদি আমার সংসদ সদস্য হবার মেয়াদ একদিনের বেশি না হয়।

রুমিন ফারহানা বলেন, ‘আমি চাই দ্রুত একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠিত হোক।’

সম্প্রতি তার নিজ এলাকায় ব্রাহ্মণবাড়িয়া বিএনপির দুই গ্রুপের মধ্যে ত্রাণের টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষের খবর বেরিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি মাত্র শপথ নিলাম, আমার বরাদ্দের প্রশ্নই আসে না। তবে বিষয়টি আমি জানি না, আমি দেখব কি হয়েছে।

এসজে/এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh