• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মন্ত্রিত্বের গরম আমার গায়ে লাগে না: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ০৬ জুন ২০১৯, ২৩:৩৯

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘মন্ত্রিত্ব পেয়ে আমি মোটা হয়ে যাইনি। মন্ত্রিত্বের গরম আমার গায়ে লাগে না। আমি যেমন আছি তেমনি থাকব। আমার ব্যবহারের কোনো পরিবর্তন হবে না।’

আজ বৃহস্পতিবার বিকেলে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাতে কসবা থেকে আখাউড়ায় আসেন এই আসনের সংসদ সদস্য আনিসুল হক। এসময় আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

দেশে মানবাধিকার লঙ্ঘন ও গণতন্ত্র নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘মানবাধিকার লঙ্ঘন বা গণতন্ত্রের কোনো ব্যাঘাত ঘটছে এমন নজির আমাদের নাই।’

এসময় তিনি দেশ ও জনগণের জন্য কাজ করছেন বলে জানান।

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনকে উদ্দেশ্য করে আইনমন্ত্রী বলেন, ‘জনগণের সঙ্গে ওনার কোনো সম্পৃক্ততা নেই। জনগণের সঙ্গে কথা বলে দাবিদাওয়া করতে হয়। ঢাকার গুলশান আর বনানীতে বসে রাজনীতি করার দিন শেষ।’

মন্ত্রিত্বকে নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন না জানিয়ে মন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই মিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ব।’

নিজের সংসদীয় আসনের উন্নয়ন সম্পর্কে আনিসুল হক জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার এলজিআরডির কর্মকর্তাদের উন্নয়নমূলক কাজ আরো গতিশীল করার নির্দেশ দিয়েছেন। গত ৫ বছরে ১ হাজার ৭০০ জন এবং গত ৫ মাসে ৭০ জনকে চাকরি দিয়েছেন।

আখাউড়ার পাশের উপজেলা বিজয়নগরের আসন্ন উপজেলা চেয়ারম্যান নির্বাচনে নৌকার প্রার্থীকে যেকোনো মূল্যে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা প্রমুখ।

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন হচ্ছে
বাড়ছে সাজা স্থগিতের মেয়াদ, বিদেশ যেতে পারবেন না খালেদা জিয়া
‘খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে ২৫ মার্চের মধ্যে সিদ্ধান্ত’
খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত আজ
X
Fresh