• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির রুমিন ফারহানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মে ২০১৯, ১৭:১০

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে দলটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানাকে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় নির্বাচন কমিশনে (ইসি) রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব আবুল কাসেমের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম সাংবাদিকদের বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনটির জন্য আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে আগামীকাল (মঙ্গলবার, ২১ মে)। ২৮ তারিখ এই নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

আজ আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দিলে এবং ব্যারিস্টার রুমিন ফারহানা ২৮ তারিখের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করে নিলে নির্ধারিত সময়ের পর একক প্রার্থী হিসেবে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে।

একাদশ জাতীয় সংসদে বিএনপির ৫ জন সাংসদ রয়েছেন। সেই হিসেবে সংরক্ষিত আসনে একজনকে মনোনয়ন দিতে পারছে বিএনপি। ওই আসনে আজই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।

একাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন রুমীন ফারহানা। কিন্তু সেখানে মনোনয়ন দেওয়া হয়েছিল উকিল আব্দুস সাত্তারকে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদ অধিবেশন বসবে ২ মে
সংসদ ভবনে ঈদ জামাত অনুষ্ঠিত
পছন্দের এপিএস পেলেন ডেপুটি স্পিকার ও মাশরাফী
ফ্রান্সের উদ্দেশ্যে স্পিকারের ঢাকা ত্যাগ
X
Fresh