• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ছাত্রলীগের বিতর্কিত ৯৯ জনের পরিচয় প্রকাশ করলো পদবঞ্চিতরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ মে ২০১৯, ১৫:১৫
ছবি-সংগৃহীত

৩০১ সদস্যের নতুন কমিটিতে শতাধিক বিতর্কিত সদস্য থাকলেও মাত্র ১৫ জনের নাম প্রকাশ করায় হতাশা ব্যক্ত করেছেন পদবঞ্চিতরা।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক সাইফুদ্দিন বাবু।

এসময় পদবঞ্চিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা দাবি করেন, কমিটি পুনর্গঠনের নামে বিএনপি-জামাত পরিবারের কোনও সদস্য বা মাদকসেবী স্থান পেলে সেই কমিটি মানবেন না তারা।

এছাড়া সোমবারে হামলার ঘটনায় জড়িতদের ছাত্রলীগ থেকে আজীবনের জন্য বহিষ্কারের দাবি জানান তারা।

এসময় বিভিন্ন ইস্যুতে বিতর্কিত ৯৯ জনের নামের তালিকা প্রকাশ করা হয়। এর আগে বুধবারে অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করেন ছাত্রলীগের পদবঞ্চিত নেতারা।

এসময় শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি নিপু ইসলাম তন্বী বলেন, যোগ্যতা দিয়ে যারা কমিটিতে স্থান পেয়েছে তাদের বিষয়ে আমাদের কোনও বক্তব্য নাই। কিন্তু যাদের বিষয়ে বিভিন্ন অপকর্মের প্রমাণ রয়েছে তারা যদি কমিটিতে থাকেন তাহলে ছাত্রলীগ প্রশ্নবিদ্ধ হয়।

এসজে/এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবিতে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
রুমা ছাত্রলীগ সভাপতি ভান মুন নোয়াম বমকে বহিষ্কার
তীব্র তাপদাহে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ
হেলিকপ্টারে বউ আনলেন ছাত্রলীগ নেতা
X
Fresh