• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

রাজনৈতিক প্রভাবের কারণে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা যাচ্ছে না: কৃষিমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ মে ২০১৯, ১৪:০৩

রাজনৈতিক প্রভাবের কারণে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা যাচ্ছে না, এমনটা জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে চীনের রাষ্ট্রদূত ঝাং জুয়া’র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ড. আব্দুর রাজ্জাক বলেন, ধানের কম দাম নিয়ে সরকার গভীরভাবে চিন্তিত। সমস্যা সমাধানে রপ্তানির পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে এখনই অভিযান নেয়া হচ্ছে না।

কৃষিমন্ত্রী বলেন, সরকার বর্তমান সময়ে কৃষকদের সমস্যা সমাধানকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে। ৫০০ টাকা ধানের মন, আর প্রতি মন ধান ফলাতে সারে ৭শ’ টাকা খরচ এটা নিয়েই আমরা কাজ করেছি।

ড. আব্দুর রাজ্জাক বলেন, এখন সরকার ১০ থেকে ১৫ লাখ মেট্রিকটন চাল রপ্তানির চিন্তা করছে। এতে করে ধানের দাম একটু বেশি হবে এবং কৃষকেরা লাভের মুখ দেখবেন।

এসজে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh