• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মধ্যরাতে রাব্বানী বললেন, অভিযুক্তরা ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ মে ২০১৯, ০৮:০৮

আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের তথ্য-প্রমাণ সাপেক্ষে, অভিযোগ প্রমাণিত হলে তাদের বহিষ্কারের মাধ্যমে পদশূন্য ঘোষণা ক‌রে বঞ্চিত‌দের স্থান ক‌রে দেয়া হবে। বললেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

বুধবার মধ্যরাতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

গোলাম রাব্বানী ব‌লেন, গণমাধ্যম ও সামাজিক যোগা‌যোগ মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, বিবাহিত, অছাত্র, মামলার আসামিসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ১৭ জ‌নের নাম আমরা প্রাথমিকভাবে পেয়েছি। প্রাথমিক তথ্যের ভিত্তিতে ১৭ জনের বিরুদ্ধে অভি‌যোগের তথ্য-প্রমাণ পাওয়া গেলে তাদের বহিষ্কারের মাধ্যমে পদশূন্য ঘোষণা ক‌রে বঞ্চিত‌দের স্থান ক‌রে দেব।

এসময় ১৭ জ‌নের মধ্যে ১৫ জনের নাম সাংবাদিকদের কাছে তুলে ধরেন গোলাম রাব্বানী। তারা হলেন- সহসভাপতি তানজিল ভূঁইয়া তানভীর, সুরঞ্জন ঘোষ, আরেফিন সি‌দ্দিক সুজন, আতিকুর রহমান খান, বরকত হাওলাদার, শাহ‌রিয়ার বিদ্যুৎ, মাহমুদুল হাসান তুষার, আমিনুল ইসলাম বুলবুল, তৌ‌ফিকুল হাসান সাগর, সা‌দিক খান, সোহানী হাসান তি‌থি, মুনমুন নাহার বৈশাখী, দপ্তর সম্পাদক আহসান হাবীব, উপসম্পাদক রু‌শি চৌধুরী ও আফ‌রিন লাবনী।

‌এসময় বিশৃঙ্খলাকারী‌দের উদ্দেশে গোলাম রাব্বানী ব‌লেন, আমরা স্পষ্ট বলতে চাই, সারাদেশে সবার প্রত্যাশা পূরণ নাও হ‌তে পারে, প্রতিবাদের ভাষা হ‌তে হবে গণতান্ত্রিক। যারা সংগঠনে বিশৃঙ্খলা করেছে, তাদের ছাড় দেয়া হবে না। তা‌দেরও বহিষ্কার করা হবে।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ব‌লেন, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাদের যেমন বহিষ্কার করা হ‌বে, যারা বিশৃঙ্খলা করেছে, তাদের‌ও বহিষ্কার করা হ‌বে।

এসজে/এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
ঢাবিতে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
রুমা ছাত্রলীগ সভাপতি ভান মুন নোয়াম বমকে বহিষ্কার
তীব্র তাপদাহে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ
X
Fresh