• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির ১০ দিনের কর্মসূচি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ মে ২০১৯, ১৪:২০

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে দলের এক যৌথসভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই যৌথ সভা হয়।

আগামী ২২ থেকে ৩১ মে এসব কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচির মধ্যে আছে ৩০ মে সকাল সাড়ে ১০টায় জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ ও মিলাদ, সকাল থেকে নয়া পল্টনের কার্যালয়ের ডক্টরস অ্যাসোসিয়েশনের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঢাকায় দুস্থদের মধ্যে কাপড় ও ইফতার সামগ্রী বিতরণ, ছাত্রদলের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের ওপর আলোকচিত্র প্রদর্শনী।

বিভিন্ন অঙ্গসংগঠন নিজেদের সুবিধামতো আলোচনা সভা ও ইফতার সামগ্রী বিতরণ করবে। এছাড়া জেলা ইউনিটগুলো আলাদা কর্মসূচি নেবে।

৩০ মে বিএনপি নয়া পল্টনের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং নেতাকর্মীরা কালো ব্যাজ বুকে ধারণ করবেন।

১৯৮১ সালে ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন।

এসজে/এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh