• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

খালের দায়িত্ব নিতে আমরা প্রস্তুত: ডিএসসিসি মেয়র

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ এপ্রিল ২০১৯, ১৬:২২
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, ছবি: আরটিভি অনলাইন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘রাজধানীর খালগুলোর দায়িত্বে রয়েছে জেলা প্রশাসক। রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে ঢাকা ওয়াসা। আর এ খালগুলোতে মানুষের ফেলানো ময়লা-আবর্জনা যেন না যায়, সেই বিষয়ে মানুষকে বোঝানো, সচেতন করার দায়িত্ব হচ্ছে সিটি করপোরেশনের। এসব বিষয় এত কমপ্লিকেটেড না হয়ে যদি একটি সংস্থার আন্ডারে নিয়ে আসা যায়, তাহলে সেবা প্রদান করা বা কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে।’

তিনি আরও বলেন, ‘তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি মনে করে এ দায়িত্ব জনগণের কাছে যাদের জবাবদিহিতা আছে, জনগণের কাছে যারা দায়বদ্ধ তাদের এ দায়িত্ব দেবেন। তাহলে সিটি করপোরেশনের পক্ষ থেকে এ দায়িত্ব আমরা নিতে প্রস্তুত আছি।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে আজ শনিবার দুপুরে তিনি এ কথা বলেন। আসন্ন বর্ষায় ‘জলাবদ্ধতা সমস্যা মোকাবেলায় জনপ্রতিনিধিদের দায়িত্ব, নাগরিকদের করণীয়’ শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা)।

মেয়র বলেন, রাজধানীতে পানি নিষ্কাশন ব্যবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। নাজিরাবাজারসহ জলাবদ্ধতা প্রবণ এলাকায় বৃষ্টির পানি জমে থাকে না। কিন্তু একই সাথে ড্রেনগুলোর কার্যকারিতা ক্ষমতা আগের চেয়ে কমে গেছে। ফলে পানি দ্রুত নামতে পারছে না। পলিথিন ও প্লাস্টিকের বোতল পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।