• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

দুইদিন কি আপনার জন্য রোগী বসে থাকবে: ডাক্তারকে মাশরাফি (ভিডিও)

নড়াইল প্রতিনিধি

  ২৭ এপ্রিল ২০১৯, ১১:৪৪

‘‘আপনি তো আজকেই তত্ত্বাবধায়ক হননি। আপনি কাল যোগ দিয়েছেন সেটা বিষয় না। আপনি কালকে যোগ দিয়েছেন বলে আজকে যে রোগী মারা যাবে না, এমনতো গ্যারান্টি নাই। আপনার এখানে ডাক্তার নাই। নার্সের সুপারভাইজারও অনুপস্থিত। আপনার থাকার কথা নড়াইলে। আপনি বাসায় কেন, আমাকে বুঝিয়ে বলেন। যদি কোনও রোগীর অপারেশন প্রয়োজন হয়? আপনি বলছেন-রবিবার আসেন, আমি রবিবার সার্জারি করবো। এ দুইদিন আপনার জন্য রোগী পড়ে থাকবে। আপনি বলেন আপনারে কি করবো? আপনি কি ফাইজলামি করেন? চাকরি করলে নিয়ম মেনেই করবেন।’’

নড়াইল সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. আকরাম হোসেনকে মুঠোফোনে বলছিলেন নড়াইল-২ আসনের সাংসদ ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা

গেল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত টানা দুই ঘণ্টায় নড়াইল আধুনিক সদর হাসপাতাল পরিদর্শনের সময় চিকিৎসকদের অবস্থান জানতে চেয়ে হাজিরা খাতা দেখেন। পরে জানতে পারেন ছুটি ছাড়াই ওই চিকিৎসক তিনদিন ধরে অনুপস্থিত। এসময় ক্ষিপ্ত হয়ে তিনি প্রথমে রোগী হিসেবে ওই চিকিৎসককে ফোন করেন। পরে নিজের পরিচয় দেন।

সেদিন মাশরাফি হাসপাতালের নানা স্থান ঘুরে দেখেন। জানতে পারেন হাসপাতালে পর্যাপ্ত নার্স থাকলেও দু-একজন নার্স দিয়ে বিভিন্ন ওয়ার্ড পরিচালিত হচ্ছে। তখনই নিচে নেমে এসে নার্সিং সুপারভাইজরদের খোঁজ করেন। তাদের কক্ষে তালা দেখতে পেয়ে টেলিফোন করেন। একজন সুপারভাইজরের ফোন বন্ধ পান এবং অন্যজনের ফোন খোলা থাকলেও রিসিভ করেননি। সেখানে চিকিৎসা নিতে আসা মানুষের কাছ থেকে নানা সমস্যার কথা শুনে খোঁজখবর নিয়ে দেখতে পান, পুরো হাসপাতালে দায়িত্ব পালন করছেন মাত্র একজন ডাক্তার।