• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

খালেদাসহ কারাগারে বন্দী বিএনপির ১৫ কেন্দ্রীয় নেতা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ এপ্রিল ২০১৯, ১৫:৩৯
সংগৃহীত

বেগম খালেদা জিয়াসহ এই মুহূর্তে বিএনপির অন্তত ১৫ জন কেন্দ্রীয় নেতা কারাগারে রয়েছেন।

এর মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা একজন, বিশেষ সহকারী একজন, দলের যুগ্ম মহাসচিব দু’জন, সাংগঠনিক সম্পাদক একজন, সম্পাদকমণ্ডলীর সদস্য তিন জন ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য তিন জন।

বাকিরা অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতা। এছাড়া সারাদেশে হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার অথবা আটক হয়ে কারাগারে রয়েছেন।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কারাবন্দি নেতাদের এই তালিকা তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় তিনি তাদের সকলের মুক্তি দাবি করেন।

রিজভীর দেয়া তালিকা অনুযায়ী খালেদা জিয়া ছাড়াও এই মুহূর্তে কারাগারে রয়েছেন- বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হাবীব-উন-নবী খান সোহেল, লায়ন আসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, যুব দলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল ইসলাম রবি, শেখ মোহম্মদ শামীম, হযরত আলী, তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী মিয়া নুর উদ্দিন অপু ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দাবি, এই ১৫ জন শীর্ষ নেতা ছাড়াও হাজার হাজার নেতাকর্মী কারাগারে রয়েছেন। তাদের সবার নিঃশর্ত মুক্তি চান তিনি।

এসজে/এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি এখন পথহারা পথিক : ওবায়দুল কাদের
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা : রিজভী
বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী কারাগারে
সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি হতে হবে : কাদের
X
Fresh