• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিএনপি কি সংসদে যাবে?

সিয়াম সারোয়ার জামিল, আরটিভি অনলাইন

  ২০ এপ্রিল ২০১৯, ১৮:৩৭
ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিএনপি বর্জন করলেও দলটির ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সংবিধান অনুযায়ী আগামী ৩০ এপ্রিলের মধ্যে শপথ না নিলে তাদের সদস্যপদ বাতিল হয়ে যাবে।

নির্বাচিত সদস্যরা সংসদে যোগ দিতে আগ্রহী হলেও সংসদে যোগ দেয়ার ব্যাপারে দলীয় সিদ্ধান্ত এখনও আগের মতো থাকায় তারা যোগ দিতে পারছেন না।

খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি নেতাদের সংসদে যোগ দেয়া না দেয়া খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আটকে আছে।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ শুক্রবারও বলেছেন, কাউকে তো জোর করে প্যারোল দেয়া যায় না। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, খালেদা জিয়া প্যারোলের জন্য আবেদন করলে সরকার তা ভেবে দেখবে।

তবে বিএনপি নেতারা চাইছেন, প্যারোল নয়, খালেদা জিয়ার মুক্তি হোক জামিনে। খালেদার মুক্তির পরেই সংসদে যাবার সিদ্ধান্ত চূড়ান্ত হবে। সংসদে যেতে এলাকাবাসীর চাপ থাকলেও এখনও দলীয় সিদ্ধান্তে অটল আছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির যুগ্ন মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য মো. হারুনুর রশীদ আরটিভি অনলাইনকে বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিলে আমরা একটা রিস্ক নিয়ে সংসদে যেতে পারতাম। এখন জামিন হলে একটা সমাধান বেরিয়ে আসত। আমরা নির্বাচিতরা সংসদে যাওয়ার পক্ষে। কিন্তু নেত্রীর সম্মতি লাগবে।

তিনি বলেন, বিএনপির একটি অংশ সংসদে যাওয়ার পক্ষে হলেও আরেকটি অংশ বিপক্ষে।

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. জাহিদুর রহমান আরটিভি অনলাইনকে বলেন, সিনিয়র নেতাদের বড় অংশ সংসদে যাওয়ার বিপক্ষে। আমরা তো হুট করে যেতে পারি না। দল যে সিদ্ধান্ত দেবে, সেই সিদ্ধান্ত অনুসারেই চলবো।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, বিএনপির নির্বাচিতদের সংসদে যাওয়ার প্রশ্নই ওঠে না। দল সিদ্ধান্ত নিয়েছে, কেউ শপথ নেবেন না।

বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন আরটিভি অনলাইনকে বলেন, নির্বাচিতরা চাইলেও কিছু করার নেই। সংসদে যাবার কোনো পরিস্থিতি তৈরি হয়নি। সংসদে না যাওয়ার সিদ্ধান্তই এখনও বহাল আছে।

এদিকে শনিবার কুমিল্লায় এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির দাবি বিএনপি কখনো করেনি। দলের নির্বাচিত ছয়জন সাংসদ সংসদে যোগ দিলে খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেয়া হবে, এমন বিষয়টিও সঠিক নয়। এগুলো মিডিয়ার অবান্তর কথাবার্তা। বিএনপির কোনো নেতা খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে কোনো কথা বলেননি। এগুলো মিডিয়াতে বলা হচ্ছে।

এসজে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি হতে হবে : কাদের
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
বিএনপি এখনও টার্গেটে পৌঁছাতে পারেনি : রিজভী
বিএনপি নেতা হাবিব কারাগারে
X
Fresh