• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নুসরাতকে বাঁচাতে আমরা ব্যর্থ হয়েছি: বিএনপি মহাসচিব

আরটিভ অনলাইন রিপোর্ট

  ১৭ এপ্রিল ২০১৯, ১৮:০৩
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিবিদদের ব্যর্থতার কারণে নুসরাত জাহান রাফিকে প্রাণ দিতে হয়েছে। কেন রাফিকে এভাবে নির্যাতিত হয়ে মরতে হবে? আমি জানি না। কিন্তু এর উত্তর আমাদের রাজনীতিবিদদের দেওয়ার কথা। আমরা ব্যর্থ হয়েছি। তারপরেও আমি স্বপ্ন দেখি।

আজ বুধবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শাপলা কুঁড়ি একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, আজকের এই অনিরাপদ বাংলাদেশের দায়ভার আমাদেরই। তারপরও সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। একদিন নিশ্চয়ই হিংসা ও বিদ্বেষমুক্ত দেশ গড়ে উঠবে এই শিশুদের হাত ধরে।

বিএনপি মহাসচিব বলেন, ‘শিশুরা আগামীর ভবিষ্যৎ। তাই তাদের বেড়ে ওঠার প্রতি খেয়াল রাখতে হবে। যেন তারা বিপথে না যায়।’

এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদে শিশুদের বেড়ে উঠতে দল-মত নির্বিশেষে সকলকে একত্রে কাজ করার আহ্বান জানান।

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তরুণদের শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে : ফখরুল
ডিজিটাল সুরক্ষা প্রশিক্ষণে সনদ পেলেন ২৫ নারী সাংবাদিক ও রাজনীতিবিদ
দেশে ফিরছেন বিএনপি মহাসচিব
‘ভিত্তিহীন মামলা দিয়ে বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে’
X
Fresh