• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আমার হাসার জন্য উস্কানি দিয়েছেন সাংবাদিক বন্ধুরা: শাজাহান খান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ এপ্রিল ২০১৯, ২০:৪৩

আমার হাসার জন্য উস্কানি দিয়েছেন এই সাংবাদিক বন্ধুরা। বললেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

সোমবার (১৫ এপ্রিল) সিরডাপ মিলনায়তনে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত ‘নিরাপদ সড়ক ও মাদকমুক্ত সমাজ গঠন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ দাবি করেন।

সাবেক এ মন্ত্রী দাবি করেন, তাকে নৌপরিবহনমন্ত্রী করার পর অনেকে মন্তব্য করেছিলেন, যে লোকের হাতে পরিবহন সেক্টর জিম্মি তাকেই করা হচ্ছে মন্ত্রী। কিন্তু তিনি সমালোচকদের এমন তির্যক কটূক্তি ভুল প্রমাণ করেছেন বলে দাবি করেন। উদাহরণ হিসেবে তার দায়িত্ব নেয়ার পর থেকে এখন পর্যন্ত কোনও লঞ্চ ডুবিতে মৃত্যুর ঘটনা ঘটেনি- এমন পরিসংখ্যান তুলে ধরেন।

নিরাপদ সড়কের জন্য গঠিত কমিটিতে শাজাহান খানকে কমিটির প্রধান করা হয়েছে। তখনও অনেকেই সমালোচনা করেন, ‘বিতর্কিত’ লোককে দিয়ে কমিটি করা হয়েছে। এ প্রসঙ্গে শাজাহান খান বলেন, এই যে এখানে উপস্থিত রয়েছেন সৈয়দ আবুল মকসুদ সাহেব, তিনিই সর্বপ্রথম আমার বিরুদ্ধে কথা বলেছিলেন। আমরা নিরাপদ সড়কের জন্য ১১১টি সুপারিশ রেখেছি। এগুলো যখন প্রকাশ হবে মকসুদ সাহেব আপনিই বলবেন বিতর্কিত এ লোকটি কী করেছে। আপনারা তো এর আগেও নিরাপদ সড়কের জন্য দুটি কমিটির সুপারিশ দেখেছেন, এবারেরটাও দেখবেন।

শাজাহান খান বলেন, আজ আমাকে হাসির ব্যাখ্যা দিতেই হবে। আমি তো এমনিতে বেশি হাসি, প্রবলেম হলো এইটা। হাসা যদি দোষ হয় তার জন্য আমি দুঃখিত। কিন্তু কী প্রেক্ষাপটে আমি হাসছি? সেটাও সাংবাদিকদের প্রশ্নের কারণে। দুর্ঘটনার কথা তখন আমি জানিও না।

তিনি বলেন, ৬৮ বছর পর আমরা মংলাবন্দরে ক্রেন দিচ্ছি, এ সংবাদে আমরা আনন্দিত। সেখানে একজন সাংবাদিক প্রশ্ন করলেন, সড়ক দুর্ঘটনায় দুজন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, আপনি কী বলবেন? আপনাদের অনুরোধ করব, পুরো ফুটেজটি আবারও দেখার জন্য। আমি উত্তরে বললাম, দুর্ঘটনার জন্য যদি কোনও ড্রাইভার দায়ী হয় আমরা তার প্রতিবাদ করবো। তখন আরেকজন সাংবাদিক বললো, আপনার আশকারা পেয়ে ড্রাইভাররা এমন (বেপরোয়া) হয়েছে! তখন স্বাভাবিকভাবে একটু হাসি আসে। আর আমি একটু হাসিও। আসলে আমার হাসার জন্য উস্কানি দিয়েছেন এই সাংবাদিক বন্ধুরা।

এসজে/এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh