• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

সলিমুল্লাহ হলে হামলার ঘটনায় ঢাবি ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

  ০৩ এপ্রিল ২০১৯, ১৪:২৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ। বুধবার দুপুরে এ বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি।

দুপুর বারোটার দিকে মধুর ক্যান্টিন থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে সমাবেশে মিলিত হয়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ফয়েজ উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের নেতারা।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ বলেন, নির্বাচন পরবর্তী সময়ে সূর্যসেন হলে দৃষ্টি প্রতিবন্ধি প্রার্থী রবিউলের ওপর হামলার ধারাবাহিকতায় সলিমুল্লাহ মুশলিম হলে প্রার্থী ফরিদ হোসেনের ওপর হামলা করেছে ছাত্রলীগ।

প্রশাসন ব্যবস্থা না নেয়ায় বারবার হামলার সাহস দেখিয়েছে ক্ষমতাসীন সংগঠনটি। এ সময় আগামী রোববারের মধ্যে সকল হামলায় জড়িতদের চিহ্ণিত করে শাস্তি নিশ্চিত করা না হলে শিক্ষার্থীদের সাথে নিয়ে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন ছাত্র ইউনিয়ন নেতারা ।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবির সুইমিং পুলে ছাত্রের মৃত্যু, তদন্ত কমিটি গঠন
প্রচণ্ড গরমে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের
যখন শুরু হবে মঙ্গল শোভাযাত্রা
ঢাবিতে ঈদের জামাত সকাল ৮টায়
X
Fresh