• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে খালেদা জিয়া

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ এপ্রিল ২০১৯, ১২:৩২
সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে; ছবি: সংগৃহীত

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হয়েছে। বেলা পৌনে ১টার দিকে বিএসএমএমইউয়ে প্রবেশ করে তাকে বহনকারী গাড়িটি। খালেদা জিয়াকে হাসপাতালের ৬২১ নম্বর কেবিনে রাখা হয়েছে। অপরদিকে খালেদাকে আনার জন্য হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাহবুবুল হক বলেন, খালেদা জিয়াকে হাসপাতালে আনার পর মেডিকেল বোর্ড সদস্যরা তাকে দেখেছেন। এখন কিভাবে তার চিকিৎসা চলবে সেটা তারা নির্ধারণ করে দেবেন। সেই মোতাবেক আমরা ব্যবস্থা নেব।

এদিকে আজ সোমবার নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল। এদিন পুরান কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের এজলাসে খালেদা জিয়ার পক্ষে অভিযোগ গঠন শুনানি হয়। শুনানিতে আগামী ৮ এপ্রিল পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
খালেদা জিয়ার ১১ মামলার শুনানি পেছাল
‘খালেদা জিয়ার মুক্তির জন্য আমি আলোচনায় বসতে প্রস্তুত’
ঈদের শুভেচ্ছা জানাতে খালেদা জিয়ার বাসভবনে বিএনপি নেতারা
X
Fresh