• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

গোপালগঞ্জে নৌকাবিহীন নির্বাচনে বিজয়ী হলেন যারা

গোপালগঞ্জ প্রতিনিধি

  ২৫ মার্চ ২০১৯, ১৮:০৩
বিজয়ী পাঁচ চেয়ারম্যান (পর্যায়ক্রমে) কাশিয়ানীর সুব্রত ঠাকুর, কোটালিপাড়ার বিমল কৃষ্ণ বিশ্বাস, টুঙ্গীপাড়ার সোলায়মান বিশ্বাস, মুকসুদপুরের মো. কাবির মিয়া এবং গোপালগঞ্জ সদর উপজেলার শেখ লুৎফর রহমান বাচ্চু

সারাদেশে দলীয় প্রতীকে নির্বাচন হলেও ব্যতিক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জ। এই জেলার ৫ উপজেলায় সবাই নৌকার প্রার্থী ও সমর্থক হওয়ায় কাকে রেখে কাকে মনোনয়ন দেবেন, তাই উন্মুক্ত করে দিয়েছেন।

দলীয় প্রতীকে নির্বাচন না হলেও কোন নেতার কেমন জনপ্রিয়তা তা এই নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। প্রশাসনও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে কঠোর ভূমিকা পালন করেছে। কোনোরকম বিশৃঙ্খলা ছাড়া সুষ্ঠুভাবে নির্বাচন হওয়ায় খুশি ভোটাররাও।

গোপালগঞ্জে নৌকাবিহীন নির্বাচনে বিজয়ী যারা

তৃতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচনে গোপালগঞ্জের ৫টি উপজেলায় বেসরকারিভাবে যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা হলেন– গোপালগঞ্জ সদর উপজেলায় শেখ লুৎফর রহমান বাচ্চু, টুঙ্গীপাড়ায় সোলায়মান বিশ্বাস, কোটালীপাড়ায় বিমল কৃষ্ণ বিশ্বাস, কাশিয়ানীতে সুব্রত ঠাকুর ও মুকসুদপুর উপজেলায় মো. কাবির মিয়া।