• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ মার্চ ২০১৯, ১৭:৩২

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষে গণনা চলছে। ভোট গণনায় কর্মকর্তাদের সঙ্গে প্রার্থীর এজেন্টরাও উপস্থিত রয়েছেন।

সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

কয়েকটি জায়গায় অনিয়ম এবং ভোটারদের অনাগ্রহের মধ্যদিয়ে শেষ হয়েছে পঞ্চম উপজেলা নির্বাচন। কোনও কেন্দ্রে ভোট স্থগিতের তথ্য পাওয়া যায়নি। কোথাও বড় ধরনের কোনও সহিংসতাও ঘটেনি। রাতেই ভোটগ্রহণ করা হয়েছে- এমন অভিযোগে কয়েকটি উপজেলায় নির্বাচন বর্জন করেছে প্রার্থীরা।

উল্লেখ্য, সারাদেশে ৫ ধাপে ৪৮০ উপজেলা পরিষদের নির্বাচন হচ্ছে। দ্বিতীয় ধাপে ১৭টি জেলার ১২৯টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তবে এরমধ্যে আজ (১৮ মার্চ) ১১৬টি উপজেলায় ভোটগ্রহণ হয়।