• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দুপুরেও শূন্য ভোট

মৌলভীবাজার প্রতিনিধি

  ১৮ মার্চ ২০১৯, ১৪:৪৫
ছবি: সংগৃহীত

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দুপুর দুইটার দিকেও নয়টি বুথের মধ্যে দুইটি বুথে একটিও ভোট পড়েনি। এই কেন্দ্রের মোট ভোটার দুই হাজার ৯০০ জন। দুপুর ১২টা পর্যন্ত এখানে ভোট পড়েছে মাত্র ২২টি।

নির্বাচন কর্মকর্তারা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে। তবে স্থানীয়রা বলছেন, এই উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের কামাল হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার কারণে ভোটারদের মধ্যে আগ্রহ কম।

এর আগে সকাল সাড়ে ১০টায় এই কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোট পড়েছে মাত্র আটটি। এর মধ্যে চারটি বুথে একটি ভোটও পরেনি।

কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নিলাদ্রি শেখর বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে। ভোটার আসলে ভোট দিতে পারবেন। আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

পঞ্চম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে মৌলভীবাজারের সাতটি উপজেলায় চলছে ভোটগ্রহণ।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতীক পেয়েই প্রচার-প্রচারণায় প্রার্থীরা
বহিষ্কার করেও ভোটমুখী নেতাদের বাগে আনতে পারছে না বিএনপি
‘সংসদ সদস্য কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন না’
রোহিঙ্গাদের ভোটার তালিকা চান হাইকোর্ট
X
Fresh