logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯, ১ কার্তিক ১৪২৬

প্রধানমন্ত্রীর মাঝে মায়ের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছি: ভিপি নুর

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৬ মার্চ ২০১৯, ১৮:৪৫ | আপডেট : ১৬ মার্চ ২০১৯, ২০:০৭
আমি আড়াই বছর বয়সে মাকে হারিয়েছি। মাকে হারানোর পর ছেলেবেলায় আমার একজন স্কুল শিক্ষিকার মাঝে মায়ের ছায়া দেখতে পেয়েছিলাম। আর আমি এখন একজনের মধ্যে আমার মায়ের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছি, তিনি হলেন প্রধানমন্ত্রী।

বললেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বক্তৃতার সময় নুর এ কথা জানান।

নুর বলেন, শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব ও উন্নয়নকাজ বিশ্বে তাকে প্রশংসনীয় অবস্থানে নিয়েছে। ডাকসু কার্যকরে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছি।

গেলো ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে কারচুপির অভিযোগ এনে ওইদিনই ছাত্রলীগ ছাড়া প্রায় সব ছাত্র সংগঠনই ভোট বর্জন করে।

এরপরও ভিপি পদে নুরুল হক নুর নির্বাচিত হবার পর তিনি ভিপি ও সমাজেসেবা বাদে বাকি সব পদে নির্বাচন দাবি করেন। পরে সব পদে নির্বাচন দাবি করেন। এরপরে শপথ নেয়া নিয়েও ধূম্রজাল সৃষ্টি হয়।

আরও পড়ুন :

এসজে/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়